....

আলোকচিত্রের পাখি হতে চাই | মেহেদী হাসান



সবকিছু আলো দ্বারাই দৃশ্যমান হয়। বিষয়ী আলোকে চিত্রে ধারণ করলেই সেটি হয়ে ওঠে আলোকচিত্র। আমি বিশ্বাস করি, যার চোখ যত বেশি সুন্দর দেখে, অর্থাৎ যত বেশি আলো ধরতে পারে সে মানসে ততখানি আলোকচিত্রী। আলোকচিত্র ব্যাপারটা আমার কাছে সৌন্দর্যচর্চার একটা মাধ্যম। সে সৌন্দর্য হতে পারে দুঃখের কিংবা নিছক আনন্দেরও।


ছবির ভেতর দিয়ে বিবিধ বিষয় তুলে ধরা যায়। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, মানুষের জীবনযাত্রা, ... এমনকি অজ্ঞাত ইশারাসহ অপরাপর অনেককিছু।


ছবি তোলা ব্যাপারটাই চমৎকার। ছবি তুলতে ভালো লাগে— আমার, আপনার, সবার। আশা করি, কোন ভিন্নমত নেই! কিন্তু ছবি তোলা - দেখা লোকের চেয়ে ছবির ভিতর নিজেকে অনুভব করতে পারা লোকের সংখ্যা বরাবরই কম ছিল, কমই থাকবে। অথচ একটা ভাল ছবির ভিতর আলগোছে ঢুকে পড়া যায়। কখনো উড়তে পারা যায় ইতিহাস থেকে ইতিহাসে। তাইতো আমি— আলোকচিত্রের পাখি হতে চাই...


—মেহেদী হাসান

বঙ্গবন্ধু হল, ঢাকা বিশ্ববিদ্যালয়   


























































































একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ