....

টিপু সুলতান -এর কবিতা


গণ সমুদ্রচোখ আমাকে পাহারা দেয়

এখানে মোটা জীবিতকাল জং ধরতে ধরতে
পৃথিবীর সুন্দর থেকে বেদনার গল্প জমে-
মস্তিষ্ক ভরা মুঠোমুঠো নরম জলে গড়ায় আমার চোখ

জলাঞ্জলি গাঁথুনির ভেত
 সদ্যভাষায় ছোপছোপ কথা বলে
সহস্রাধিক গভীর নিয়ম,কচ্ছপ গতির নাগরিক প্রেম;
আমি দেখি,প্রজাপতির মতো রাজনন্দিনী
নীল অপরাজিতার পরিভ্রমণ-ঋতুবনে,
ধূসরপথে শতছিন্ন জমযের নাম
সমস্ত কবরস্থান হয়ে ঘাসেরা স্কুলে যায়।
নিষিদ্ধ দরজার উপেক্ষা শেষে
ঠাণ্ডা বাতাস,অখণ্ড অবসর,জলপাই রঙের উদ্ভিদ উঠান,
বলো এ সাক্ষীতে কী চুপ থাক যায়?
গণভোট বিস্ময়ের;এ গণভোট নিষিদ্ধ প্রেম ভাঙার
কমলা লেবু রঙ ধানেধানে,
গণ সমুদ্রচোখ আমাকে পাহারা দেয়।


পুরাতন গল্প

এখানে পুরাতন গল্প জমা হয়।
কৌটোর দুধ মেশানো চা কাপ ও ড্রাইকেক দলা পাকায়-
সমৃদ্ধ ইজেলে,আগমনী খদ্দের নিবিড়ে তাকায়
সে তাকায় তার পাশাপাশি খালি বেঞ্চে
এযাবৎ কতজন এল আর গেল
এভাবে স্রোতস্বিনীর মতো ভাঙেগড়ে বর্ণনার ওয়ার্কশপ;

এখানে বহু অতীত ফিরে গেছে
এখানে বহু বর্তমান জমা হয়
এখানে বহু ভবিতব্য কল্পনা আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ