....

কবির সংবিধানে আপোষ শব্দটার কোন মূল্য নেই : সুবীর সরকারের সাক্ষাৎকার

কবির সংবিধানে আপোষ শব্দটার কোন মূল্য নেই : সুবীর সরকারের সাক্ষাৎকার
কবি সুবীর সরকারের

সা ক্ষা  কা 


দিব্যক
ছোটবেলায় কী হতে চাইতেন? মানে ‘এইম ইন লাইফ’ রচনায় কী লিখেছেন, তা নয়; বরং মনের ভেতরে সুপ্ত বাসনা ছিলো কি কোনো কিছু হবার জন্য?

সুবীর সরকার
আমি বেসিকালি অতিশয় ছোট পাখি হতে চাইতাম।মেঘের ভেতর দিয়ে ঘুরে বেড়াতে চাইতাম।
আর এইম ইন লাইফ রচনা তো লিখতেই হত৷ সেখানে শিক্ষক হতে চাইতাম আদতে যা হতে চাইতাম না।

দিব্যক
একজন  লেখকের  ভেতরের ‘মানুষসত্তা’কে  কীভাবে  ব্যাখ্যা  করেন?

সুবীর সরকার
একজন লেখককে আগে ভালো মানুষ হতে হবে।
উদার, মুক্তমনা, সহজ হতে হবে।
সমস্ত মৌলবাদ আর গোঁড়ামি থেকে তাকে মুক্ত হতে হবে।
লেখক সবসময় মানবতার চর্চা করবেন।

দিব্যক
জন্ম-মৃত্যুর  মাঝখানের  জীবন  সম্পর্কে  আপনার  অনুভূতি  কী?

সুবীর সরকার
আসলে জন্ম ও মরণ শাসিত আমাদের জীবন।
মাঝখানে অদ্ভুত এক ধরা ছোঁয়ার খেলা।
জীবন আদতে কিন্তু আশ্চর্য রকমের সুন্দর।
আমি এভাবেই বুঝি আর কি।

দিব্যক
লেখার ক্ষেত্রে আপনার কোনও প্রেরণার জায়গা আছে কি?

সুবীর সরকার
আমি উত্তরাঞ্চলে থাকি। মানে পশ্চিমবঙ্গের উত্তরে।
এই উত্তরের প্রকৃতি, হাটগঞ্জ, মানুষজন, লোকজীবন আমার প্রেরণা।

দিব্যক
বর্তমানে বাংলা সাহিত্যের আলোচনা-সমালোচনা চর্চা কতটা গঠনমূলক হচ্ছে?

সুবীর সরকার
খুব পজিটিভ। অনেক দায়িত্ব নিয়ে এই নিয়ে অনেকেই কাজ করছেন।
আমি আশাবাদী।

দিব্যক
‘কবিতায় ছন্দ’ প্রসঙ্গে আপনার অভিমত কী?

সুবীর সরকার
একজন কবির অবশ্যই ছন্দের পাঠ নেওয়া খুব জরুরী।
আর কবিতায় কবি যাই লিখুন না কেন, ছন্দের বাইরে কিছু হতে পারে না!

দিব্যক
ছোটবেলায় কি লেখালিখি করতেন?

সুবীর সরকার
ক্লাস এইট থেকে লেখা শুরু।
নাটক লিখতাম, ডাইরি লিখতাম।

দিব্যক
লিখতে কেমন লাগে?

সুবীর সরকার
এই প্রশ্নের কোন উত্তর হয় নাকি!
এটুকুই বলি লেখা ছাড়া এক মুহূর্তও বাঁচবো না।

দিব্যক
আপনি কী ধরনের বই পড়তে পছন্দ করেন?

সুবীর সরকার
কথাসাহিত্য, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, স্মৃতিকথা।

দিব্যক
এখন কোন বইটা পড়ছেন?

সুবীর সরকার
জাস্ট শেষ করলাম তানভীর মোকাম্মেলের লেখা "বিষাদনদী" বইটি।

দিব্যক
আপনি বারবার পড়েন, এমন কবির নাম জানতে চাই।

সুবীর সরকার
জীবনানন্দ, আল মাহমুদ, ভাস্কর চক্রবর্তী, জয় গোস্বামী, মৃদুল দাসগুপ্ত, শমসের আনোয়ার, দেবদাস আচার্য, মজনু শাহ, মাসুদার রহমান, মাসুদ খান এবং আরো কেউ কেউ।

দিব্যক
বর্তমান সময়ের কবিতার বিরুদ্ধে  জনবিচ্ছিন্নতা ও দুর্বোধ্যতার অভিযোগ বিষয়ে  কিছু বলেন। কবি কি পাঠকের রুচির সাথে আপোষ করে কবিতা লেখা উচিত?

সুবীর সরকার
এই অভিযোগ আমি অস্বীকার করি।
আর একজন জাত কবির সংবিধানে আপোষ শব্দটার কোন মূল্য নেই।

দিব্যক
লেখা প্রকাশের মাধ্যম হিসেবে অন্তর্জালকে  কীভাবে দেখছেন?

সুবীর সরকার
পজিটিভলি। অন্তর্জাল পাঠকের কাছে সহজেই পৌঁছে দিতে পারে লেখাকে।
নুতন পাঠক তৈরিতে অন্তর্জাল খুব শক্তিশালী মাধ্যম বটে।

দিব্যক
আপনার কি বিশেষ ধরনের রাজনৈতিক বিশ্বাস আছে?

সুবীর সরকার
না। মুক্তমনের চর্চা, লোকসংস্কৃতি চর্চা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দিব্যক
আপনি কি এক বসায় কবিতা লেখেন, না কি বারবার সংশোধন করেন?

সুবীর সরকার
বারবার সংশোধন আর কাটাকুটির মধ্য দিয়ে আমাকে যেতে হয় ভাই।
কবিতা লেখা আসলে একটা অদ্ভূত ধরা ছোঁয়ার খেলা।
এক বসায় কবিতা লেখা! সেটা কি সম্ভব?
আমি মূলত খুব খুটিয়ে সেদিকে লক্ষ্য রাখি।

দিব্যক
আপনার প্রেমের কবিতাগুলো কি কল্পনাসৃষ্ট না কি ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ?

সুবীর সরকার
অবশ্যই ব্যক্তিগত।

দিব্যক
আপনি দিনের কোন সময়টাতে লিখতে পছন্দ করেন? কোনো রুটিন আছে কি এ ব্যাপারে।

সুবীর সরকার
না। রুটিন করে লেখা বা লিখতে বসা আমার স্বভাবে নেই।

__________________________________
সুবীর সরকার নয়ের দশকের ভারতীয় কবি। ত্রিশ বছরের বেশি সময় ধরে কবিতা গদ্য সহ বিভিন্ন ধারায় অনায়াস যাতায়াত  করছেন। পেশায় শিক্ষক। ভালোবাসেন রবিশস্যের খামার বাড়ি, সাদা ঘোড়া আর যৌথ যাপনে চাঁদের আলোয় কবিতার আড্ডা, অনন্ত লোকগান।
জন্ম জানুয়ারী ১৯৭০, কোচবিহার শহরে।
ইতিহাসে স্নাতকোত্তর। সাংবাদিকতা ও গণমাধ্যমে স্নাতকোত্তর ডিপ্লোমা। পেশায় শিক্ষক।
১৯৮৭ থেকে লেখালেখি শুরু।পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম ও বাংলাদেশের বহু পত্রিকায় নিয়মিত লিখে থাকেন।
কবিতার পাশাপাশী ভুমিলগ্ন জনমানুষের যাপন নিয়ে নিয়মিত গদ্যও লেখেন। রয়েছে কয়েকটি গদ্যের বইও। বর্তমানে গদ্যলেন পত্রিকায় ‘বাওকুমটা বাতাস যেমন’ শিরোনামে ধারাবাহিক গদ্য লিখছেন৷
প্রথম প্রকাশিত কবিতার বই 'যাপনচিত্র'। প্রকাশিত হয়েছিল ১৯৯৬ এ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।