....

হোসাইন মাইকেল এর কবিতা 'বাইনারি ডিজিট'



পাখি বসে না, পাতাগুলো বিবর্ণ, ফাঁকা—
শুন্যের অন্দরে এমন একটা বৃক্ষের দিকে এগিয়ে যাই।
তোমার মতো বৃক্ষটিকে ভুলে কখনো মানুষ মনে করি...
যেন একজোড়া চতুর হাতে
বুকে আঁচড় কাটবে এমন ধারালো নখ আছে দশটি
বড় কথা— আছে তার পুরোনো-প্রাঞ্জল মেধা
আছে প্রাণ আর বিভ্রমের দাগ। অথচ...
একটা ফুঁ-র কাছাকাছি সে-ও কেমন বাইনারি ডিজিট!
যখনই ছুঁতে যাই আঙুল হতে শুধু সংখ্যাই খসে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ