....

কবি নাজমুল হোসাইন এর জন্মদিন আজ। জন্মদিনে কবির একগুচ্ছ কবিতা।




তুমি + আমি = পূর্ণাঙ্গ আমরা

একাধিক বিন্দু পেলে রেখা টানি। রেখা মানে
কোনো আকৃতির বাহু।

তুমি-বিন্দু আমি-বিন্দু যোগে উৎপন্ন বাহুটি
পূর্ণ করেছে আমাদের আকৃতি।

অর্থাৎ, তুমি + আমি = আমাদের সম্পর্কের বাহু।




পরকীয়া শাড়ি

ধনুকের বক্রতা থেকে তির পেয়ে যায় রৈখিকগতি

পিঠ চুলকানোর আগে পিঠ টান করে বসলে
আহ্ উহ্ ধ্বনি আপনাতে বেরিয়ে আসে

এক্ষেত্রে,
ধ্বনি + প্রতিধ্বনি = পিঠের বক্রতা

পেটের অবতলে আকাশটা
দৃশ্যত গোটানো তাবু অথবা পরকীয়া শাড়ি




মানুষ কখনো হাঁস

সাঁতার না-জানাতে ডাঙাপ্রীতি হয় না

সাঁতারু'র ছায়া জলে মেশে না বলেই কি
হাঁসের ডানা নিশ্চল থাকে সাঁতারের সময়?

জলে শ্বাস পড়লে
ডাঙায় অগ্নিশিখার
সমান্তরালে দাঁড়িয়ে যায় নিউমোনিয়া-ভয়ার্ত মানুষ
তারা কখনো হাঁস

মানুষ নহে সর্বদা বিশুদ্ধ মানুষ
এজন্য মানুষের আস্থা:
স্থলের সাথে উপরের শূন্যতা
মিনারেলসযুক্ত H2O

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ