....

ঋতব্রত'র প্রিয় কবিতারা : ডিসেম্বর ২০২০ | হিম ঋতব্রত



একজন তরুণ কবি (যদিও কবিরা সব সময়ই তরুণ) রিফাত মাহমুদ রক্তিম যখন লেখেন একটি কবিতা—পাখিগুলো পাখি নয় শব্দ; আর তারপর সময়ের ঢেউয়ে চেপে ছাপার অক্ষরে তা আমাদের হাতে এসে পৌঁছায় তখন আমরা নিবিড় পাঠ করি, পাঠ করতেই থাকি, তবু্ও ভালো লাগা শেষ হয় না। 
কবির শব্দপাখিদের এরকম মধুর কিচিরমিচির যেন আমাদের কানে, মুখে ও মনে ছড়িয়ে পড়ে আর আকাশের মুক্ত পাখিদের কোলাহলগান, পাখনার ফড়ফড় ধ্বনি; স্বর্গীয় শব্দমালা হয়ে ঠোকরাতে থাকে, ঘাই মারতে থাকে বুকের ভেতর। 

যদিও এই কবিতার কাছে এ গদ্য যত্তসব আন্টিশান্টি বিভ্রমের প্যাঁচাল, তাই অযথা এ ছাইপাঁশ না পড়ে বরং শুধু কবিতাটিই পড়ুন। পড়ুন, ভাবুন আর অনুভব করুন— পাখির শব্দ বা শব্দের পাখি অথবা কবির আত্মার ব্যাথাকে!


পাখিগুলো পাখি নয় শব্দ 

খাঁচার ভেতর সবুজ, হলুদ, লাল, নীল শব্দ। ডানা ঝাপটায়, ছটফটায়,
উড়ে যেতে চায়।

ভ্রমণ তৃষ্ণায় চেঁচামেচি করে 
একে অপরকে ঠোকরায় ! 

খাঁচার ভেতর লাল নীল হলুদ শব্দ, 
ডানা ঝাপটায়।
সবুজ শব্দ একপাশে পড়ে আছে 
নিস্তেজ।

এখন আবার তুলে আনি সেই পুরনো প্রবাদ, কবিতার ব্যাখ্যা হয়না; তবুও আমাকে কিছু বলতেই হয় নইলে কী আর হজম হবে! 

আমাদের ভেতরের সকল ভাবনা, শব্দ বা কথা যা-ই বলি;— এই পাখিরা শেকল ছিঁড়ে  ডানা গজাতে ও খাঁচা ভাঙতে পারে কি! আমরাই বা কজন পারি এদের মুক্তি দিতে!

সবুজ অর্থাৎ সজীব, সুন্দর ও সত্য সত্ত্বাটিকে কজনই বা পারি প্রকৃত প্রশ্রয় দিতে! সত্যিই কিছু পারি কি! নাকি অধিকাংশই তার ডানা কেটে, গলা টিপে, মাটি চাপা দিয়ে দিই!

আর কবি সেখানেই আমাদের ঘা মারেন!

খাঁচার ভেতর লাল নীল হলুদ শব্দ, 
ডানা ঝাপটায়।
সবুজ শব্দ একপাশে পড়ে আছে 
নিস্তেজ।

খাঁচার নিস্তেজ সবুজের বেদনায়, আমাদেরও বেদনা জাগে। কারণ আমাদেরও সেই সবুজ সত্ত্বাটি ভীষণ নিস্তেজ! 
তবুও কবিতার নিস্তেজ সবুজ যেন চোখে আঙুল দেয়, এ-ই সবুজকে তেজ দাও, জাগিয়ে তোলো...

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. খাঁচার ভেতর লাল নীল হলুদ শব্দ,
    ডানা ঝাপটায়।
    সবুজ শব্দ একপাশে পড়ে আছে
    নিস্তেজ।

    উত্তরমুছুন

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।