বিস্মৃতির ঘোলাজলে
সম্প্রতি স্মৃতির উপর আর ভরসা পাই না।
কত প্রতীক্ষিত আর প্রতিশ্রুত বিষয় ভুলে গেছি তার ইয়ত্তা নেই!
ভুলে গেছি নীলডানা প্রজাপতি, ঘোলাজলে মাছের গতি,
কথা বলা গাছের পরিচয়, ভুতুড়ে রাতে দাদিমার বরাভয়।
সুতার মাপজোখ কীভাবে দিলে সাধের ঘুড়ি
মুক্ত বিহঙ্গের মতো গগনবিহারী হয়,
কোন দিকে বাতাস বইলে
মা'র বাতব্যথা বেড়ে যায়,
কত বোলে কত আম ধরে
কতক্ষণ বৃষ্টি হলে পাহাড়ি ঢলে
ভেসে আসে শস্যের বিপদ,
গাঙের জলাবর্ত কিসের সংকেত দেয়
সব ভুলে গেছি— সব।
প্রতিশ্রুত স্বাধীনতার কলেবর, আকার
সন্তানের মৃত্যুতে মা'র শোকের লোবান
সেই কবেই ভুলে গেছি।
যাদের সাথে দেশ গড়ার কথা ছিল
শস্যের বিপ্লবে ভরার কথা ছিল দরিদ্রের উদর
তাদের ঠিকানাও আজ স্মৃতির অতীত।
তবে কি আমারই ভুলে সব উচ্ছন্নে গেল—
ভেঙেচুরে গেল আকাশ-মাটি-নৃত্য?
0 মন্তব্যসমূহ
অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।