....

দুটি কবিতা | নুর আলম সিদ্দিক




বিচ্ছিন্নতার বেড়াজাল

আপনার আমিত্ববোধ আর প্রাধান্যতার প্রসার ছিলো।
আমি নিতান্ত সাধারণ
অনিচ্ছায় আপনার বিপক্ষে যাওয়ার সাহস দেখি না।

স্রেফ কথায়— প্রচুর মনে পড়েছিলো
কিন্তু ভেবে পাইনি কি বলবো 
কিছু বলতে গিয়ে যদি ভুল বলে ফেলি!

অনিবার্য পরিণতি যেখানে আমায় গ্রাস করে আছে
সেখানে আত্মার বহুতর ডাক দিয়ে সংসারকে জলাঞ্জলি দেয়া ঠিক কিনা জানা নেই!

মনে রেখেও অপ্রাপ্তির পরিসীমায় আমার ক্ষমতা বাঁধা ছিলো
আজ আর তাই যোগাযোগ নেই।


গদ্য

গদ্যের শুরুটাই ছিলো রসদ!
তার রস খেতে খেতে এমন হয়েছে যে—
এখন তুষ্টির বদলে তেষ্টার তীব্রতাই ঢের বেশি।
এখন গদ্য নতুন স্বাদের তৃষ্ণা মিটায়...


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।