....

সব্যসাচী মজুমদার-এর কবিতা | দিব্যক


শীতকালের কবিতা

আমরা জানি না কোথায় শীতকাল
কোথায় মেয়েদের ন্যাংটো উরু কাটা
কোথায় বেড়ালের কৃষ্ণতেয়াগিনী

তুমি হে নিরুপম আমার শিউলির তলায় কিলবিলে রয়েছ গণজোড়ে
কেউই জানি না তো কোথায় মড়াখানি বিক্রি হয়ে যায়!

কোথায় মৃতিখানি 
              মধুর মতো একা 
একাই ঝরে গেল তোমার মনোলগে
               স্বভাবী ফুলবনে যেটুকু কারুকাজ
অর্থহীন পারে...


মাঝে মাঝে

মাঝে মাঝে শোষণ ক্ষমতার কাছে আশ্চর্য হয়ে যাই। আমার শুয়ে থাকা বেড়ালের সমস্ত বর্ণাধিক্য, সমস্ত রোদ্দুর ক্ষমতাহীন পড়ে থাকে। আমি অত্যন্ত প্রাচীন থেকে ক্ষমতা হস্তান্তরকে চিনি।যার মধ্যে সাধারণ যৌন জীবন ও পারলৌকিক জীবন সম্পর্কে বিশদ বলা আছে।

ছাদ থেকে জল পড়ে পড়ে একটা গুমোট ঝোপ তৈরি করে দিল।

মাঝে মাঝে শোষণ ক্ষমতার কাছে আশ্চর্য হয়ে যাই। দিনের বেলায় কিছুতেই কদম গাছের দিকে নজর পড়ে না।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।