....

আদম হিমাংশু'র কবিতা | দিব্যক




উনিশের ধাক্কা

তুমি উনিশের বেপরোয়া তরুণ
শরীরে গরম রক্তের স্রোত।
রক্তের উষ্ণতা যেনো উনুনের নিভু নিভু আঁচে
তার কোলে বসে থাকা
দিয়াশলাই বক্সের কড়কড়ে গরম ভাব
যার পেটে থাকে প্রায় পঞ্চাশটি অগ্নিদেবতা।

বক্সের ডান পাঁজরে প্রতিটি ঘর্ষণ
তোমার চলার পথে এক একটি ধাক্কা;
ফসফরাসের সাথে পটাশিয়াম ক্লোরেটের
একুরেট ঘষায়
জ্বলে উঠবে তোমার হৃদয়, বিবেক এবং কর্ম।



মোড়ের বৃক্ষ

মোড়ের বয়স্ক বৃক্ষের পাদদেশ
আজ পানের পিকে রঞ্জিত
ধুলো যেন শ্বাসরুদ্ধ করে চলেছে তার পাতায় বসে
গায়ে শত পেরেকের আঘাত
গা ঘেষে চা স্টলের ছাউনি
ছাউনির টিনে ক্ষত হচ্ছে রোজ।
পাখির নীড় নেই
গা ভর্তি রাংচা,
কোটরে বোতলের আস্তানা।
ডালে ডালে ঝুলছে কোচিং, সমাবেশ
আর হারবালের ব্যানার—
ব্যানারের ভারে ডাল ঝুলে যায়,
ধুলোয় ভরে যায় পাতা।
পেরেকের আঘাত আর টিনের ক্ষত'য়
আর্তনাদ করে ওঠে সে...

তোমরা কি শুনতে পাও ফসিলের কান্না?

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।