....

মেহেদি হাসান তন্ময়ের কবিতা


সূর্য

সকাল হলো পাখপাখালির ডানায়
সূর্যাস্ত যেন ধীরে কাছে এসে দাঁড়ায়
এমন এক দিনে কোথাও নেই ফুল
কার গাছে দেবো জল ভাবনা ব্যাকুল
জলের কাছে বিন্দুর কী দাবী ফোঁটার
একটু করে আয়োজন জেগে ওঠার
ওরা সবাই ভুলে গেছে আকাশ নীল
রোদের গন্ধমাখা রূপালী ঝিলমিল
ভুলে যাবে নাটকে কাকে বিষদ অঙ্কে
কতটুকু যত্নে মনে করবে আমাকে
এই আলোকে প্রেম তোমাকে দেখা হয়
সেদিন পৃথিবীর কিন্তু আমার নয়
সেই সকাল বেঁধে নিতে চায় যা দূরে
মনের ভেতরে যে হয়েছে ভবঘুরে
সেইদিন তোমার ঠিকানাহীন আমি
তোমার স্বপ্নে রোজই রাত হয়ে নামি
থমকে যায় এই ঘর স্লিপিং পিল
ইশারাতেই ডাকে কাকে রাতের গ্রিল
অবসন্ন কুড়ে খাক যত আছে স্বপ্ন
তোমাকে ভেবেবিচারে হবোনা তো ধন্য
তাই রাত শেষে চেনা ঘুমদেশতলে
ক্লান্ত জীবন নাগরিকের কথা বলে
এই স্বপ্ন আমার কিন্তু একার নয়
আজীবন পাচ্ছি সে একই সূর্যদয়
এমন জীবন নিয়ে কার কাছে যাই
সূর্যাস্ত নাই আর সে সূর্যদয় নাই
এমন মরণে যে কার বুকে লুকাই
সূর্যদয় নাই আর সে সূর্যাস্ত নাই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ