....

রোনক বন্দ্যোপাধ্যায় এর কবিতা 'উৎসর্গ'



প্রস্তুতি থাকলেই একখান কবিতা হতে পারতো,
হতে পারতো প্রকান্ড একটা পান্ডুলিপি,
কৃত্রিম ডানা মেলে উড়তে পারতো রোমাঞ্চের জঙ্গলে;
কিংবা মৃত তারার মতো জ্বলে থাকতো ফ্যালফ্যালে নিঃসাড় চোখে।

ম্যাঞ্চেস্টারের মেলানিজমে বিস্টনের মতো নিজেকে পাল্টে ফেলতে পারতো,
লস অ্যাঞ্জেলসে কিংবা আ‍্যামাজন পোড়ার কালো ধোঁয়ায় নিজেকে বাঁচাতে পারতো;
কিন্তু পুড়েছে আবার ফিনিক্স হয়ে উড়বে বলে,
ক্লিটোরিসের তৃপ্তি না পেয়ে মিছিলে সামিল হবে বলে।

আধখানা পাউরুটি মুখে নিয়ে নিশান হাতে ছুটে চলেছে মর্গের দিকে,
সায়ানাইড খেয়ে যে লোকগুলো বিশ্রাম নিচ্ছে,
ওদের কলিজা ছিঁড়ে নোনতা রক্তটুকু গিলে;
আইনের লম্বা হাত থেকে যদি কাঁচা মাংসের হ্যামবার্গার ছিনিয়ে নেওয়া যায়!

খড়্গ ও পদ্ম হাতে ওই যে দাঁড়িয়ে আছে সমৃদ্ধি,
ওর অনুমতি নিয়ে আবার একটা প্রতিবাদী সত্যকে হাঁড়ি কাঠে ঢোকাও;
পুঁজিবাদের শত্রুকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলো
তবেই তো হেমলক নেমে যাবে বাধাহীনভাবে সক্রেটিসের পাকস্থলীতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ