....

দীঘির জলে কোন চাঁদ করে পারাপার | সাকিবুর রহমান রোহান


কবিতা ১

দৃষ্টি চোখের দূরত্বে আসে
বৃষ্টি মেঘের উপরেও ভাসে।
ব্যস্ত নগরে আটক কারাগার 
দীঘির জলে কোন চাঁদ করে পারাপার।

এই নিশায় -
পৃথিবীর রঙ বদলে গেছে
জ্যোৎস্নার ছায়া, রূপ, আবহ
চারা থেকে হয়েছে মহীরুহ

এ পৃথিবীতে হয়তো কিছুই ভাল লাগবে না
শুধু ভাল লাগবে মৃত্যুর প্রস্তুতি
কিংবা ধরো পৃথিবীতে কিছুই ভাললাগার নেই
তবুও ভাল লাগে চলে যাবার সম্মতি
আয়না জগতের ছায়া কালো নয়
সমতল দর্পনে অবতল বিম্বের সৃষ্টি হয়।

সব সৃষ্টি স্রষ্টার অধীন নয়
কিছু সৃষ্টি নগ্নতা পায়,
তখন স্রষ্টাকে নম্র হতে হয়
সৃষ্টির মৃত্যুর দিনক্ষণ হিসাব করেন।
স্বাধীন সৃষ্টি বরাবরই অধীন।

(একাদশ শ্রেণির শিক্ষার্থী, নটরডেম কলেজ, ঢাকা)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ