....

সাকিব শাকিলের কবিতা | দিব্যক




রাত্রি তুমি বরফ-পানি


এমন দূরত্ব দিয়ে কেমন দড়ি বানাও –
শৈশবের ধাঁধায় ঢুকে পড়ি আলগোছে।
"এতটুকু দড়ি, গোছাতে গোছাতে মরি"
পাঠশালায় ফেলে আসি বিশ্বম্ভপুর 
জ্বর মাথায় নিজের ভেতরেই হয়ে উঠি ফটিক।
দাগ বৌচিতে ধরা পড়ে যাই– শরমে শরমে আয়োজন করি অন্য অন্য খেলা।
লবণকোটের যে রেখা চলে গেছে সমান্তরাল
আনাড়ি বোধটুকু মাথায় নিয়ে কত পথ হাঁটি;
কতো ক্রোশ কতো কতো জল নদী-যমুনা..
সাই সাই করে ছুটে যেয়ে ধরি তোমাকে,
আমি ছুঁয়ে দিলে তুমি হয়ে যাও বরফ
দূরে গেলেই পানি।




আয়নার কাছে তারও হৃদয় ভাঙে


কূলের নৌকা জানেনা সাতারে পড়ার ভয়
ঈপ্সিত ক্ষয়–তার বুক জুড়েই থাকে।
আহ্লাদী হাওয়ায় গতর মেলে যে শাড়ী–
আয়নার কাছে তারও হৃদয় ভাঙে।
এই ভুলচুক, টক-ঝাল, মিষ্টি আর লবণাক্ত মায়া;
ছড়িয়ে ছিটিয়ে থাকে দেহ পারের গভীরে।
শর্ত ভুলে গর্তে ঢুকে যায় ভূলোক ভোলা পাখি
মর্ত্যলোকে এই ঘুমের অনেকখানিই বাকি
তাইতো আলগোছের চুল সরিয়ে–
এপার ভুলে ওপারে চেয়ে থাকি। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ