....

সম্পাদকীয় | বাকি কথা রয়ে যাক শুভেচ্ছা স্বরূপে




একদিন ক্লান্ত হবে শরীর, রাত বারোটায় কোনরকম হাঁটতে হাঁটতে
বাড়ি ফিরব। শুতে গিয়ে দেখব
বালিশের কাছাকাছি—
অ্যাশট্রের নিচে রাখা আছে
অযুত শব্দের কোলাহল, অশ্রু বেয়ে আসা কথা—
তোমার সাংসারিক চিঠি
মতান্তরে পত্র...

পত্রপাঠে দীর্ঘ দীর্ঘ শ্বাস
যেহেতু দীর্ঘ শ্বাসের একটা সাহিত্যমান আছে!

এরপর—
হাউ দ্য ফাকিং সিস্টেম অব কর্পোরেট দুনিয়া
চাকরিটা হল না এবারও! ম্যাডামের গ্রান্ডমাদার কে ছিলেন যেন!

এইসব ভাবতে ভাবতে একদিন ঘুমের ভেতর নির্ঘাত দেখা হবে—
অক্ষরে নির্মিত আকাশ কেমন সুন্দর!


প্রিয় বাঙালি (কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, কেরানীসহ সম্পাদকীয়'র উত্তরাধিকারী),
আসুন, অতিমাত্রায় রাজনীতিক না হয়ে— আজ বরং দিব্য-পাঠে বিমুগ্ধ পাঠক হই! বাকি যা কথা— রয়ে যাক শুভেচ্ছা স্বরূপে!

—হোসাইন মাইকেল


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।