....

সায়ন্তনী হোড় এর কবিতা 'শূন্যতার সৃষ্টিকথা'


            ১

কুয়াশা মোড়ানো শরীর থেকে 
পোড়া গন্ধ ছড়িয়ে পড়ছে 
সূর্যের আলোর দিকে
চারিদিকে আলোকরশ্মির বদলে শূন্যতা গলে পড়ছে

    কম্পমান দৃশ্যপট
            ঝুলে আছে হৃদয়ে 


     
           ২

এখনও ক্ষত উল্টে দিলে  
বসন্তের আভাস পাওয়া যায়
অথচ এই খোলা আকাশ চিরে দেখতে গিয়ে
ব্লেড ক্ষয়ে যাচ্ছে

       মেঘরং জমাট বাঁধছে
                 অপেক্ষার রামধনুতে

 ধোঁয়াশে যাত্রাপথের মাঝে মাঝে দূরত্ব আঁকা 



            ৩

স্টেশন হাঁ হয়ে আছে এক একটা ট্রেনের যানযট সমাধান করবে বলে
তবুও সম্পর্ক জোড়া লাগানোর সব সম্ভাবনাই নিখোঁজ
  
    মনপুরা বাজছে
                    আবেগঘন কণ্ঠে
                
ক্রমশ ধূসর পালক ছড়িয়ে পড়ছে  ব্রহ্মান্ডে
 শূন্যতার  রাত ভেঙে পাখিরা আকাশ ছোঁয়ার গল্প লিখে চলেছে...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ