....

শরীফ আহমেদ এর কবিতা 'অন্তঃকরণের শানিত গান'


তখন যাযাবর ছিলাম। ঐন্দ্রজালিক ওমের সংস্থানে। তখন ডানায় ছিল ছাদ ধ্বসে যাওয়ার মতো ভয়ের জড়তা। পথ ফিরে পাওয়ার নামে তখন হারিয়ে ফেলেছিলাম নিজস্ব পথ। অথচ সংকীর্ণতাও ছিল বিশেষ করে।
এখন বিষাদ দূরে বসে থেকে যখন খুঁজছি হারিয়ে ফেলা পথ। দেখি সূর্য আলো দিচ্ছে ক্রমে। ক্লান্তির ঘাম মুছতে মুছতে দেখি পথ আবার ডাকছে সারম্বরে। এখন নির্মিত বিশ্বের দিকে যেতে যেতে শুনছি অন্তঃকরণেরশানিত গান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ