....

প্রসঙ্গ: চুমু | অনির্বাণ রায়


ধরা যাক, আপনার কাছে একটি মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। তার প্রোফাইল পিকে আপনি দেখতে পাচ্ছেন মেয়েটি তার বান্ধবীর সাথে সেলফি তুলেছে। (১) দুজনের মুখ খুব কাছাকাছি, বা (২) দুজনে চুমুর ঠোঁটের ভঙ্গিতে স্ক্রিনের দিকে তাকিয়ে পোজ দিয়েছে, বা (৩) দুজনের একজন হয়তো আরেকজনের গালে চুমুই দিয়ে ফেলেছে। আপনার হয়তো খুব বেশি ভাবনা আসবে না, ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণই করবেন। কিন্তু ধরুন একটি ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলো, উপরের তিনটি অবস্থার যে কোনো একটি তার প্রোফাইল পিকে বা টাইমলাইনে বর্তমান। আপনি কি উদ্বেগে পড়ে যাবেন? গা ঘিনঘিনিয়ে উঠবে? হয়তো। কিন্তু কারণটি/কারণগুলো কি?
পৃথিবীর বহু দেশেই চুমু দিয়ে অভিবাদনের রীতি আছে, আর সেটি পুরুষ-নারী নির্বিশেষে। যখন সিনিয়রদের রিইউনিয়ন বা ফেস্ট অনুষ্ঠানে একে অন্যকে অভিবাদন করতে দেখতাম, তখন দিদিরা একে অন্যকে বিনা দ্বিধায় আলিঙ্গন করেছে কিন্তু দাদারা হয় হাতের মুঠোয় হালকা ঘুঁষি, কি হ্যান্ডশেক, বা এক হাতে আলিঙ্গন, তাও এতটা দ্রুত যেন রোগ বাহিত হবে, এমন। ব্যতিক্রম ছিল, তবে কম। 
এর কারণগুলো কি? একটা ছোট সমীক্ষা হোক। 
যখন আমরা বা পুরুষরা দুটি মেয়েকে ঐভাবে দেখি, আমাদের মস্তিষ্কে "যা হয়":
১. ওরা দারুণ ক্লোজ। 
২. দুজনকে কি মিষ্টি লাগছে না রে ! কি কিউট !
৩. দুজনের ড্রেস বেশ ম্যাচিং কিন্তু। হেয়ার স্টাইলটাও দারুণ !
৪. ছবিটা কে তুলে দিলো? বয়ফ্রেন্ড? ও ওদের ক্লাসের সেই ক্যামেরাম্যান? বেশ ভালো ছবি তোলে তো ! ওকে দিয়ে ছবি উঠাতে হবে। 
কিন্তু যখন আমরা বা পুরুষরা আমাদেরই দুই পুরুষকে সেইভাবে দেখি, আমাদের মস্তিস্ক যা "ভেবে নিতে চায়":
১. ওরা কি একটু বেশিই ক্লোজ না? এতো ঘন ঘন হাত, কাঁধ কেন ধরে? বন্ধু নাকি অন্য কিছু?
২. মিউচুয়াল ফ্রেন্ডস দেখলেই বুঝে যাবি কেস কি। 
৩. ওদের গার্লফ্রেন্ডস নেই? এতো হ্যান্ডসাম দুজন। গার্লফ্রেন্ড ছবি দেখে কি বলে?
৪. এতো ম্যানলি দুজন, গার্লফ্রেন্ড বা কোনো মেয়ের পাশে না দাঁড়িয়ে ছবি না তুললে ঠিক মানায় না। 
আমার পর্যবেক্ষণ ভুল হতে পারে; আপনাদের মতামত পাবার আশায় রইলাম। আমরা পুরুষরা এতো ভীত কেন? আমরা যে অনেক ভালোবাসা থেকেই বঞ্চিত তাহলে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ