আশ্চর্য প্রতিবিম্ব আমার, কোন দিকে চেয়ে থাকো?
এইসব অনর্থ ইশারায় রেখে বারো আনা ছাপ
আদিম কান্নার কোলাহলে ভীষণ উন্মাদ হয়ে যাবে।
বরং পাতার বায়স্কোপে যদি একবার ফিরে এসে
সমূহ অক্ষর মুছে নিয়ে স্ব-চোখে বন্দি হতে পারো
হয়তো দেখবে নিজেকে বাজেয়াপ্ত করা কঠিন...
জলের পিয়ানোয় বাজালে আহত পিপাসা
জেনে রেখো— অমৃত ঠিক ঠিক মৃত্যুর মতো লাগে।
শারীরিক সারগাম যারা শেখে নাই আদৌ, একদিন
স্লেট থেকে মুছে ফেলে নাম তারাও জেনেছিল
একেকটা জীবন শুধুই এক ঝিলিক অভিমানী শ্লোক
0 মন্তব্যসমূহ
অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।