....

অসীম নন্দন —এর কবিতা 'কিন্তু এই দ্যাশে'


আমি তো তোমারে মনের কথাডাই কইতে চাই
কিন্তু এই দ্যাশে তো মনের ভঙ্গি প্রকাশ করার নিয়ম নাই।
হালায় একটু উইড হইলে তো ভালাই হয়
উইড খাইলে শরীরডাতে আরাম হয়
আলসি দুপুর অবসরে রাইত হয়া যায়
শুইয়া থাকতে ভালা লাগে
উইড হইলে তো ভালাই হয়।

কী কমু আর, অভাবের দিনগুলাও তো ফুরায়া যায়
বুকের ভিতরে সেই হাহুতাশও শুকায়া যায়। 

টাকার কথাই মনে পড়ে, টাকা এমন ম্যাজিক মলম
হালায় সেই টাকাও যে ফুরায়া যায়।

তোমার কথাও মনে পড়ে
মিছা কথা না, মাঝেমইধ্যে মনে পড়ে।

কিন্তু এই দ্যাশে তো মনের ভঙ্গি প্রকাশ করার নিয়ম নাই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ