....

রাশেদুন্নবী সবুজ এর কবিতা


অদেখা সমাচারে অস্তিত্বের উৎসব

নয় / ইশ্বর / নয়
পুস্তক / পাঠে কাঁপে না /
আমার হৃদয় / শিশির ভেজা কিশলয় /
নিজেকে দেখে নিজের ভয় /
নিজের সাথে চলতে হয় /
অপরিবর্তনশীলতায় প্রতিস্থাপিত নাটক /
আহ্ /
আর নয় /
ইলিচীয় পিপাসায় / কলসি কলসি আষাঢ়-শ্রাবণ ঢেলেও /
এক টুকরো ঢেঁকুর আশা করা বোকামি / কারণ
মূলা বাড়িতে বাড়িতে ডাঙ্গর হইলেও আকাশ দেখে না /


পৃথিবীর পোদে মৈথুনরত গলদা চিংড়ি’র শোকসভা অঙ্কন

সময়’র ভুল
নাকি ভুল সময়
পদ্ম’র ঘুমভাঙা
দর্শন
এসব ডুবে থাকা
পুঁটি মাছ’র সহ্য হয় না


রাঙানো পংক্তিমালার স্মৃতিচারণে কিছু ভুল ছিলো

ও আমার সহেলী লাল / শিশির সকাল /
ভিজে একাকার / তবু একবার / জাল
বুনে / মুক্ত খুনে / আসেনি কো কেউ / ? / ? /
একা বসে উজবুক / রেলপথে ধুক ধুক /
কাটা পড়ে বুক / সুখ / আলোহীন মুখ /


সাইত্রিশ সের কায়া বর্গা নিয়েছে পায়েচলাপথ

ইদানিং তন্দ্রায় সাদামাটা তুমি আসো
ধূসর মেঘ আসে, পায়ে পায়ে ধুলো ভাসে
অসম্ভব বিশ্বাসে মিলিয়ে যাও আমার চারপাশে
টুপ করে কুকুর হাসে শারীরিক সাক্ষাৎ-এ


থমকে থাকা সময় সাদাকালো অন্ধকারে

যাচ্ছে ছুটে একলা আকাশ
মেঘে ঢাকা
অভিমানী
কে দিচ্ছে ভিজিয়ে

রচনাকাল: ২০১৪ থেকে ২০১৫ খ্রিস্টাব্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ