....

কবি হবে সে।। শামীম আহসান


চুলগুলো একটি আরেকটির সাথে যুদ্ধ করে মাথায় অবস্থান করে আছে।
পাঞ্জাবিটা পুরোনো অনেক,
সাদার মাঝে হালকা নীল,
নীলগুলো যেন আকাশের নীল ছুয়ে আকাশের নীলকে ময়লা মাখিয়ে দিবে।
হাতের ঘড়িটার কাঁচ ভেঙ্গে গেছে,
যে কোন সময় ঘড়ি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করবে,
সে টেরও পাবেনা।
কাঁধে কবিত্ব ফলানোর ব্যাগ  ঝুলানো,
অনেক আগের ব্যাগ,
তার জন্মদিনে উপহার দিয়েছিল তার লাল গোলাপ।
ব্যাগে সুকান্ত,রুদ্র,নবারুণ রা  গা ঘেসে অবস্থান করছে।
প্যান্টটা কি করে তার সঙ্গে চলছে নিজেও জানেনা,
যে কোন সময় মৃত্যুবরণ হতে পারে তার।
তাও সর্বশেষ দিয়ে চেষ্টা করছে লোকটির সাথে থাকার জন্য।
পায়ের জুতোটা অনেক আগেই ব্যবহারের উপযুক্ততা হারিয়ে ফেলেছে,
মানুষ এতো হাঁটতে পারে?
এতোটা!
হেঁটেই চলছে, হেঁটেই চলছে!
একটা নিরুদ্দেশীয় উদ্দেশ্যের হাঁটা।
কবি হবে সে,
কবি!


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।