....

নুর আলম সিদ্দিক এর কবিতা 'তারা বাঁচতে চায়'


সেদিন সন্ধ্যা, লজ্জাবতীর জোড়াপাতার মিলন দেখেছি
আলোর পরিশেষে ঘোর তিমির আগমনের প্রারম্ভে একে অপরকে আলিঙ্গন করেছে, সে কী অপরূপ!

পশ্চিম আকাশে আলোক শিখা অস্তমিত জীবনের ন্যায়
 
বক, শালিক, কাক, ফটিক মাছরাঙা যখন নীড়ের অভিযাত্রী, 
পানকৌড়ি, পাতিহাঁসের আগমন মৃত প্রায় ডোবাটির তীরে। 
জীবিকার অন্বেষণে সাইপ্রাস থেকেও আসে কতক
জীবনের ঝুঁকি জেনেও তারা বাঁচতে চায়,
জৈবিকভাবে প্রতিটি প্রাণ যা চায়...
প্রকৃতির মানুষগুলোও এমন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ