....

হরিৎ বন্দ্যোপাধ্যায় এর কবিতা 'ভিখারির ডাক'


সূর্যোদয়ের সময়
ভিখারিটি আমাকে ডাকল
আমি পূর্বদিকের জানলা খুললাম

সূর্য যখন মাথার ওপর
ভিখারির গলার জোর আরও বাড়ল
আমি ঘরের সব জানলা খুলে দিলাম

সূর্য যখন অনেকটাই হেলে গেছে
ভিখারির গলা কোথায় হারিয়ে গেল
আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম

পিছন ফিরে বাড়িটাকে আর দেখতে পেলাম না
বাড়িটা অন্ধকারে হারিয়ে গেছে না মন থেকে
ঠিক বুঝে উঠতে পারলাম না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ