....

সাহরান মোর্শেদ এর কবিতা | দিব্যক

 






১.
 
এ যেন এক আলোকবিদ্যা
স্পষ্ট বাতাস, শরীরের ধাঁধা
আমি শিখে নিয়েছি মূর্তির ভাষা
এভাবেই অনুবাদ করি শোক

ঈশ্বরের ছায়ায় বেড়ে ওঠা 'তুমি'
তোমার বাড়ন্ত স্বপ্নের দৈর্ঘ্য
ঠিক ছুঁয়ে ফেলবে তোমার মানসিক বয়স

ঠিক যেমন মানুষ মরে গেলে—
মানুষের মৃত্যু হয়
মৃত্যু'র জন্ম হয়


২.

মানুষ হাসে। মানুষ জানে হাসির কৌশল। মানুষ ব্যথা দিতেও জানে। ব্যথা দেয়াতেই যেন সকল আনন্দ। অথচ আমি কেবল খরচ হতে জানি। সরু গলিপথ ধ'রে— নিজের প্রতিবিম্ব এঁকে যাচ্ছি— পাখিরূপ।

তুমিও এমন— অ্যামেলিয়া, পাখি হ'য়ে সাবলীল গাইতে জানো। ঠিকানা নেই তোমার— আছে স্রোত, ধ্যান। 

তারপর
ভেজা মাটিজল
শরীরের গান
ফুলের যৌবন—

মানুষের ব্যথা থেকে যায়— প্রাচীন স্বরের ভেতর—


৩.

এই তো— দৃশ্যমুখী স্রোত
সময়ের নিখুঁত ভাস্কর্য 
এবং তোমার জলজ পোর্ট্রেট

এই যে আছি— চিরকাল শব্দের মায়ায়
যদিও আমার ছায়ার বয়স শান্ত

ঘন হতে থাকা আশ্চর্য বিকেল
চোরের মত আলো এসে পড়ছে মুখে
খুব সহজে দুঃখ পাবো ব'লে—


৪.

এমন তাকিয়ে থাকি—
যেন দেখা শেষে
আরো কিছু দেখা যাবে

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।