....

গিয়াস গালিব এর কবিতা | দিব্যক


 



দ্বীপান্তরিকা


আম্মার কাঁচুলি ধরে ঝুলে আছে সঙসার

ওলক্ষেতে জাগরূক থোকা-থোকা কালিমা 

চারিদিকে নাগরিক আন্ধার 

 

            ডেক্সির ঠুংঠাং শব্দ   

            পুড়ে গেলে দৈ-ভাত 

কাঁটাজাঁইর বাগানের দিকে ছোটে সহনফুল 

  

        মেসোমশাইর পকেট যেখানে তান্ত্রিক 

        মার্ক্সের সরণে দাঁড়িয়ে 

        হাওয়ার খাতায় আঁকি ক্ষুধা ও মাতৃত্ব 

       

রাষ্ট্রকে ঘেটি ধরে টানছি

টানছি তো টানছি

                     

অতএব

টানতে টানতে, শেষেরও একদিন হয়ে যায় শেষ 

আমার তো একটাই অপেক্ষা।




স্বদেশ প্রেম 


এই হয় যদি স্বদেশ প্রেম 


রোদেলা দুপুরে বরফে ঢাকা কায়া, দেহের খাঁজে খাঁজে জাইগা ওঠা একেকটা বটবৃক্ষ 

ডালপালা পাতা ভালোবাসি,

মাঝেমধ্যে পরিযায়ীগাছটী বাসতে হয়

এই যেমন এখনো বেসেই যাচ্ছি ভালো বৃটিশীয় কালচার!


এই হয় যদি স্বদেশ প্রেম 


কোনো শিশিরের মেজাজ নাকি এক গ্রীষ্মের বিদ্রোহ

ভাবতে গিয়া দেখি বটবৃক্ষের আশ্রয়ে কতো কতো অস্তিত্বলীন চারাগাছ!



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ