তরবারিনামা
আমি, ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি, খাপ থেকে !
ধীরে ধীরে রূপ পাচ্ছি, জোছনার রাঙা খুনে...
খাপেই জনম,
তবু
ধীরে ধীরে ছাড়ি খাপের সৌন্দর্য!
খাপ,
জানেনা এসব, জানে ময়দান! ...
কেবল আমাকে চেনে, কুরুক্ষেত্র, কারবালা, ট্রয়
কিংবা পলাশী!
মঙগল ম য়ে করছি রচনা, রাঙাখুন, ধর্মের মহিমা,
অনির্বান যাত্রা, সুন্দরের!
ভাই
প্রতিভাষ্য
আপনার সাথে কথা বলার চেয়ে একটা সিগারেট খাওয়া অনেক ভালো!
দেয়াশলায়ের কাঠি জ্বলাতে পারেন না, আর কিনা বলছেন,
জয়তু ইনকিলাব!
ওঠা যাক,
ঘনিয়ে আসছে, সন্ধ্যা, ... প্রার্থিত রাতের পরে সকালের আকাশে হাসবে
সূর্যসেন!
দেখবেন,
সুখটানে পোড়া, অবশেষটুকু! কী ভাবে পোড়াতে পারে
খড়ের গাঁদাটি! পউষ শীতের রাতে,
আলতো ঘর্ষনে ... ঘটে যেতে পারে, দেয়াশলায়ের একটি কাঠির গল্প!
বাতাসের
যাত্রামুখীতায়, গল্পটি এগিয়ে যেতে পারে অন্যান্য গাঁদার দিকে ...
কেবল, একটি ঘর্ষণ ধপ...
না পারাতে!
যতোটা বেদনা নেই, না জানাতে যতটুকু ... নিন... সিগারেট খান, ...
তারপর, সেমিনার, আলোচনা, ...
বন্ধু,
তপস্য অগ্নির লঙ্কাকান্ডে জাগছে অযোধ্যা! ...
জবাই! জবাই!
শুভ হোলিখেলা — লোহিত খুনের উৎসব! ......
পিপাসার্ত তরবারি! করছে মিছিল, জবাই জবাই!
চুপ!
বলিস না, পারবোনা নিতে,
রক্তাক্ত ফুলের ঘ্রাণ!
তরুণ খুনের জনপদে ফলছে ফসল,
সোনাঝরা!
সমাগত কোরবানি, কাজীর দেউড়ি থেকে পালিয়েছে,
কাহিনীর গরু, নন্দনের ষাড়!
চুপ! চুপচাপ, শুয়ে পড়, শুভ হোক কোরবানি! ...
শুভ! হোলিখেলা,
লোহিত খুনের উৎসব! রক্তে নিহিত রয়েছে, সম্ভাবনা....
দাঁড়াও হে লাল
দাঁড়াও হে লাল / এখানে দাঁড়াতে হয় / এখানে হয়তো কিছু রয়ে গেছে /
নিবিড় বন্ধনে /
হৃদয়পুর থেকে মেহেরপুর / যেতে যেতে দেখা /
সবুজের মাঝে / লালের মাধুরী / ধীরে ধীরে ওঠে আসে / সুর্যের স্বাক্ষরে /
সবুজের মাঝে মিশে মিশে / লাল / কতটুকু লাল থাকে /জানে চিত্রলেখা /
দাঁড়াও হে লাল /
এখানে দাঁড়াতে হয় / নিবিড় বন্ধনে / দাঁড়াও চে / একটু দাঁড়াও /
দাঁড়াওনা ভাই / ...........................
... ভিখারি ও শিল্পের বালিকা এবঙ অর্থনীতি মুখোপাধ্যায়!
এমন,
...ভিখারি দশা!
অথচ পেতেছি মন, ভিখারির কাছে, ...
আমার ভিতরে
যূগপৎ খেলা করে, ভিখারি ও বোকা ! দেখে হাসে...
অর্থনীতি মুখোপাধ্যায়
আর
শিল্পের বালিকা...
এইটুকু ...
জানেনা, অ্যাডাম স্মিথ!
জানেনা আরও, নূপুরের ঝংকারে বাজে কয়েনের মন!
রূপের বাজার...
তিন হাত দূর থেকে,
এক!
প্রতিভাবান পাগল! ভাবছে,
বিধি, কী অর্থে সৃজিলা অর্থের প্রকার... গিটের মহিমা! বন্ধন !!!
1 মন্তব্যসমূহ
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনঅস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।