....

রনি বর্মনের ৩টি কবিতা

এমিকাস কিউরী

পালতোলা নক্ষত্রের খেইওড়ানো বিভ্রম
কেওড়াতলার ভূত- স্বাধে সম্মোহন বিছানা
ওমের ছোঁয়াচে গন্ধ বিলিয়ে যায় লাগাতার
দ্রৌপদীর বস্ত্র হরণে ব্যস্ত, রমিও-
ভুলে থাকে পাপারাজ্জির যাদু বিদ্যার উৎকর্ষতা।

অজন্তা শীলাদেবী, সাবিত্রীরাও আজকাল
মাঠে নেমেছে
উলঙ্গ আধুনিকায়নের একুশ দফায়
মানি তলাটের হাদারাম নিধিরামগুলো অযথা
চিলায় অযথা চোখ-কান বন্ধ রাখে
দুধেল আলোর ঝলকানিতে।


মতান্তর- এক

বিশীর্ণ কৃষ্ণাঙ্গ মেঘগুলো আজ
সারারাত ধরে কেঁদেছে
বিস্তৃত মধ্যদুপুরে
পুন্ড্র নগরীর মাঠে যে ভাবে
কেঁদে-কেঁদে উর্বশী হয়েছিলো
শ্রাবণদিনের আকাশ

মতান্তরের ঘোলা জলে
আমাদের পোষা কেউটে সাপের বাচ্চাগুলো
মেঘবালিকার সওয়ার হয়ে
উড়ে যায়, ঘুরে-ফিরে
বন্যের প্রাণীবলে প্রশান্তির প্রলভনে
আমাকে টানে।

অন্ধ চোখে খুঁজে বেড়ায়
স্নেহার্দ স্লেশময় গর্ত
পেয়েও গেল একবার বিশ্বামিত্রের তপোবন।



সংক্রামনের দিনে: মতান্তর- দুই

আততায়ী রাষ্ট্রযন্ত্র
বেশীক্ষণ টিকতে পরেনি
অয়োমুখী লালা পানিতে

মাঝে-মধ্যেই নিমতলীর অগাধ গহীনে
শোনা যায় ফল্গুধ্বনি সাথে-
ঝি-ঝি পোকার গান।

আমাদের বামিহাল উন্মুখ
উৎকন্ঠায় অপেক্ষা করে
ভাদাই চাঁদের বুড়ি
ভবানী রানীর হাটে গাঁও দরে
বিক্রি করে ধড়মোকামের স্বন্দেশ।

সাত মাথার ভাবনাও বিতারিত হয়
সন্ধিহান সিদ্ধান্তে।



লেখক পরিচিতি: রনি বর্মন জন্মগ্রহন করেন ৪ জানুয়ারি ১৯৮৫ খিস্টাব্দে বগুড়ায়। কবির ই-মেইল:
roniburmon@yahoo.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ