....

গণদাবি

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ যখন উত্তাল, সেসময়ে বন্ধু হয়ে পাশে দাঁড়ালেন সুমন।


গণদাবি
কথা ও সুর: কবীর সুমন

বিমানে উড়তে তিরিশ মিনিট
এতো কাছে তবু দূর
বিলকুল নেই পাসপোর্ট ভিসা
সীমানা চেনেনা সুর।

সীমানা চিনিনা আছি শাহবাগে
আমার গীটারও আছে,
বসন্ত আজ বন্ধুরা দেখো
গণদাবী হয়ে বাঁচে।

বাঁচো গণদাবী, বাঁচো গণদাবী
আসল বিচার চাই,
যার যা পাওনা তাকে সেটা দাও
গণদাবী একটাই



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ