....

গুচ্ছ কবিতা | অভ্র আরিফ




সমর্পিত
রাত্রির চাদর জড়িয়ে আসমানে ঝুলছে চাঁদের লকেট
চুইয়ে পরা দুধ জ্যোৎস্না পান করে নীল হয়ে যাই
হিম হাওয়ার কলরোল ছাপিয়ে ভেসে আসে নিশির ডাক
আমি কান পাতিবিষণ্ণ সুন্দরের কাছে আমি সমর্পিত হই!
শুনেছিসমর্পিতরা যতটুকু পায় তারচে’ অধিক হারায়
তবু জীবনভর মানুষতো নিজকে সমর্পণ করে যায়

যৌবন গিলে খায় শৈশবেরেতাকে গলাধঃকরণ করে বৃদ্ধ,
মাঝে প্রেম খায় প্রেমিকেরেমরণ দেয় টান জীবনশুদ্ধো
নগ্ন করপুটে রাখা বিনমিত পাললিক প্রেমে আঘাত হানো যদি
আড়ষ্ট বুকে এই প্রতিভাসনারীতবে কি তুমি খরস্রোতা নদী?


আমি অনাহারী

ভালোবাসতে বাসতে কেউ ফতুর হয়ে যায়কেউ হয় বিবাগি
কিন্তু বুকে যার বরফ পাহাড় জমলো
আজও পেলো না সে হৃদয়ের উত্তাপ,
পাঁজরের নিচে তার
কেউ কোনোদিন কান পাতলো না
একা জেগে জেগে রাত্রিও বুঝে গেলো নিঃসঙ্গতা ঘুচে না শুধুনক্ষত্র গোনায়
তবু দিনের আলো নির্লজ্জের মতো দিনেই ফুটে
শুয়ে থাকা পথের বুকে পদাঘাতে ভুলে যাও সে তোমারই জন্য বুক পেতে থাকে
তবু চলেছো বলে হয়ে গেলে পথিক,
ভুলেছো বলে হয়ে গেলে আজ অন্য নারী
রাণী,
তোমার রাজ্যে মহাভোজআমি অনাহারী


স্বপ্ন

ঘুম  জাগার বাইরের যে মুহূর্তসেখানটাতে আটকে আছি
হাওয়ায় দুলে দুলে শূন্যে ভেসে তোমার বাড়ি পৌঁছে যাই
সদর দরজায় আটকে দেয় তোমার ডাবের মতো চোখ
আমার কর্নিয়া রিডেবল, তোমার চোখে চোখ রাখতেই
হৃদয়ের কপাট খুলে যায় তোমার
তারপর করতলে বন্দী করে হাতচিবুক হয়ে অধরে এসে থামি
ঘুম  জাগরণের মাঝখানে এই এতটুকুএতটুকুই তো আমি।
এতটুকুর জন্য তোমার কাছে আমার এতো ঋণ,
প্রেমেকামে বুঝি স্বপ্ন ভীষণভীষণ লজ্জাহীন


কাজলমেয়ে

হাঁটতে হাঁটতে থেমে যাবোথামার জন্যই হাঁটা
পথেই পেলাম কুসুম কমলপথেই থাকে কাঁটা
কুসুমগুলো আঁচলভরে কাঁটা পথে ছড়িয়ে দেবে?
কাজলমেয়েচলতে পথে আমার তুমি সঙ্গী হবে?



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।