এপিটাফের চিঠি
অনেক আগেই মানুষ আঁধারের রক্ত বুনেছে মানবিক সরল হৃদয়ে
সেখান থেকেই অমানবিক কালের ভেতরে জন্মেছে অসংখ্য যুদ্ধ;
তাহলে এবার তোমরা ঈশ্বরের বিপরীতে যুদ্ধে নামো -হে পরাশক্তি
এমন প্রতারক দুঃসময়ের জন্য তোমাদের দরকার ছিল পারমাণবিক প্রস্তুতি।
দরকার ছিল শুশ্রূষার রণকৌশল
দরকার ছিল প্রেম ধর্মের আগ্রাসণ।
মানুষ থেকে মানুষ দূরে চলে গেছে ধর্ম সভ্যতার অনেক আগেই
হ্যাঁ পৃথিবী জুড়ে প্রতিদিনই আরো বেশি ঘন হচ্ছে মৃত্যুর মহড়া
সম্ভবত প্রেম ও মানবতার শিক্ষা দিতেই-
পৃথিবীতে নেমে এসেছে একটা ফুসফুস খেকো চোর!
তাইতো করোনার বিধানে লেখা হয়েছে মাত্র তিন ফুট দূরত্ব।
ভাববো দূরত্ব ভালোবাসা শেখায়
ভাববো মৃত্যুর চেয়ে দূরত্ব উত্তম।
একদম'ই নতুন নয় আমাদের এই দূরে সরে থাকার আদিম অভ্যেস
যেমন ছোঁয়া শরীরের জন্য বেঁচে থাকেনা অবশিষ্ট কোন মায়া,
অনেক দেখেছি চুমো শেষে দূরে চলে গেছে বহু বছরের ভুল প্রেম!
হয়তো! এভাবেই একদিন অপ্রেমের সংসারে সব চিঠি মুছে যাবে
মুছে যাবে কবরের দরজায় লেখা সেইসব প্রেমিকের নাম।
চাই মানুষ বেঁচে থাকা শিখে যাক অল্পে
চাই মানুষের স্মৃতি থাক মানুষের গল্পে।
0 মন্তব্যসমূহ
অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।