....

শহীদুল ইসলাম অর্ক'র কবিতা 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'


দৃশ্যগুলি সিনেমাটিক। গল্প, সময় এবং ক্যারেক্টার এর ভিন্নতা সত্ত্বেও তা একই থিমের উপর আপতিত বারংবার। যেন প্রিজমে ছড়ানো রশ্মিগুলো প্রকৃত অর্থে শুধু রোদবিন্দু। 

ডিয়ার বিয়ার গ্রিলস, তোমাকে মনে পড়ে, দেখেছিলাম ডিসকভারি চ্যানেলে। হিংস্রতা ঘেরা বন-পাহাড়-নদী তোমার পৃথিবী। সেখানে তুমি ওয়ান ম্যান আর্মি। প্রতি মুহুর্তে তুমি সংগ্রাম করে বাঁচো। আহা!

প্রিয় গ্রিলস, তবুও ভাবি, এর কিছুটা তো অভিনয়। পেছনে কত ক্যারিশমাটিক নিরাপত্তা তোমার ছায়াসঙ্গী। কিন্তু 'র' হিংস্রতার সম্মুখ সমরে আছে যে- সে-ই সত্যিকারের সংগ্রামী। শ্বাপদসংকুল পৃথিবীতে আমি আজ মায়েদের কথা ভাবছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ