....

শরীফ আহমেদ এর কবিতা 'এক ফোঁটা বৃষ্টির কণা'



এক ফোঁটা বৃষ্টির কণা থেকেও চেয়েছি উৎপন্ন হতে অনন্য খাদ্যশস্য 
চেয়েছি সারাৎসার তাড়িয়ে দিতে উদ্ভট আনন্দের হেতু 
আর চেয়েছি বাতাসের সেই আকাঙ্ক্ষিত আলোড়ন 
যেন সদ্য দাঁড়াতে শিখা চারাগাছ রাখতে পারে মাথা উত্তোলিত 
চেয়েছি খরার নিম্নগামী সহিষ্ণু রোদ 
যেনো সূর্যরস্মি শোষণ করে উন্নত উদ্ভিদের বিস্তার ছড়াতে পারে 
চাইনি এমন সামান্যও ডানার ঝলক 
শুধু বৃক্ষের নিচে ক্ষাণিক ক্লান্তি ঝারবো ভেবে তার সার্বিক বিকাশ চেয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ