....

দিব্যক এর প্রাক-বইমেলা আয়োজন: 'পাণ্ডুলিপিপাঠ'


আসছে পহেলা জানুয়ারি ২০২১ এ প্রকাশিত হবে দিব্যক এর বিশেষ সংখ্যা— 'পাণ্ডুলিপি করে আয়োজন' পাণ্ডুলিপিপাঠ। এ সংখ্যায় থাকছে বইমেলা '২১ এ প্রকাশিতব্য বইয়ের পাণ্ডুলিপি থেকে কিছু অংশ পাঠের ব্যবস্থা। সংখ্যাটির প্রচ্ছদ করেছেন— সাম্য রাইয়ান।

পাণ্ডুলিপি সংগ্রহ ও নির্বাচন চলবে ২৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত। আগ্রহী লেখককে dibyakpotrika@gmail.com ঠিকানায় পাণ্ডুলিপি প্রেরণের আহ্বান করা হল।

কবিতার বইয়ের ক্ষেত্রে দশটি কবিতা, গল্প/প্রবন্ধ/নিবন্ধ/মুক্তগদ্যের ক্ষেত্রে তিনটি গদ্য, উপন্যাস হলে নির্বাচিত কয়েক পৃষ্ঠা পাঠাতে হবে৷

সাথে যা যা সংযুক্ত করতে হবে:
• প্রচ্ছদ
• প্রচ্ছদশিল্পীর নাম
• প্রকাশনীর নাম
• পৃষ্ঠা সংখ্যা
• বইয়ের দাম

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. বাংলা কবিতা ভালবাসার গল্প পেতে আমাদের ওয়েবসাইটি ভিজিট করুন
    চিরকুটবিডি.কম


    উত্তরমুছুন
  2. ভালো আইডিয়া। অপেক্ষায় থাকবো। এই ধরণের কাজ অন্য ব্লগের দেখি না তো। আপনারা করছেন, তাও আবার সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের থেকে। এটা সত্যিই উৎসাহব্যঞ্জক। খুব ভালো কাজ হচ্ছে।

    উত্তরমুছুন

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।