....

রায়হান ফরহাদের দুইটি কবিতা

একটি কলার জীবনচক্র

ডলা খেতে খেতে বুঝলাম-
জীবন একটা কলার মত-
লালচে শৈশব-সবুজাভ যৌবন
এবং শেষ হয় হলুদরঙা গুয়ে,
অর্থাৎ পেঁকে গেলে আমায়
ছিলে খাবে মাটি...
আর আমার পরিত্যক্ত ছোলায়
আছার খাবে তুমি বোকাচাঁদ।



খোল- খোলসা কাব্য

কলা-সুন্দরী, যতো পড়ে থাকো খোল-
আমি শুভ্র, সফেদ থোরের পাগল।


[ কবি পরিচয়: কবি রায়হান ফরহাদ জন্মগ্রহন করেন বরিশালের আমতলীতে। ‘নূরজাহান’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। ]


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ