....

দুপুর মিত্রের ১০টি এক লাইনের গল্প

১.
আমি জুতার দোকানে গিয়ে ফুল কিনে নিয়ে এসেছিলাম।


২.
শীতকাল আসলে সুবর্নারা প্রতিদিন ছাদে বসে আড্ডা দেয়।


৩.
সত্য আর মিথ্যা দুই ভাই; সত্যের বিয়ে হল আর মিথ্যা মিথ্যাই থেকে গেল।


৪.
পুরাতন নূতনকে বলেছিল- তুমি আসলেই সুন্দর আর নূতন পুরাতনকে বলেছিল- আসলে তুমিই সুন্দর।


৫.
আকাশ বিশ্বাস করে না বলে জল বুক চিড়ে সারাজীবন দেখিয়ে যায় তার হৃদয় জুড়ে কেবলি আকাশ।


৬.
অবশেষে রাজপুত্র বুঝতে পারল- কেবল যুদ্ধ জয়ই পারে, কেবল হত্যা-ধ্বংসযজ্ঞই পারে রাজকন্যাকে জয় করতে।


৭.
ছেলেটি মেয়েটিকে শেখাল স্বপ্ন দেখা আর মেয়েটি ছেলেটিকে শেখাল বেঁচে থাকা।


৮.
কবি কবিতার হাত ধরে চেয়েছিল বসে থাকতে, তাই কবিতা ফিরে আসে নি, কখনো নাকি আসবেও না।”


৯.
বাতাসের আনাগোনার খবর দিতে এক দেশে শো শো করে শব্দ করত সবুজ পাতারা।


১০.
সংসার ত্যাগ করে যে বুদ্ধ সত্য খুঁজেছিলেন, সেই বুদ্ধই একদিন স্বপ্ন দেখলেন তার সত্য আংশিক।


[ লেখক পরিচিতি: দুপুর মিত্র জন্মগ্রহন করেন ২১ নভেম্বর ১৯৮১ খ্রিস্টাব্দে, শেরপুরে। তিনি কপিলেফ্ট আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত। পেশায় ফ্রিল্যান্স জার্নালিস্ট এই লেখক 'অলস দুপুর' নামে একটি অনলাইন পত্রিকা সম্পাদনা করেন। ‌‌'৪৪ কবিতা' নামে একটি কপিলেফ্ট কবিতার বই এবং 'দশভুজা' নামে একটি গল্পের বই প্রকাশিত হয়েছে। ]

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ