....

৮ম বর্ষে অনলাইন লিটলম্যাগ দিব্যক


'৮ম বর্ষে অনলাইন লিটলম্যাগ দিব্যক' –এ উপলক্ষে গত ৪ আগস্ট কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভা ও কবিতাপাঠের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় কবিতা পাঠ ও বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ-র সহকারী অধ্যাপক ও বাংলা ভাষার একমাত্র পূর্ণাঙ্গ গ্রন্থালোচনা বিষয়ক ওয়েবসাইট গ্রন্থগত-র প্রতিষ্ঠাতা সুশান্ত বর্মন, উদীচী শিল্পীগোষ্ঠী, কুুুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি নেজামুল হক বিলু, শব্দ পরিব্রাজক এর সম্পাদক ও প্রচ্ছদ, কুড়িগ্রাম এর সভাপতি জুলকারনাইন স্বপন, ওয়েব ম্যাগাজিন জলনূপুর এর সম্পাদক নাজমুল হোসাইন, গ্রন্থকুটির এর সভাপতি আবু সাঈদ মোল্লা, কবি ইমতে আহসান শিলু, চিত্রশিল্পী ফিরোজ সরকার, সাংবাদিক জাহানুর রহমান খোকন -সহ আরো অনেকেই। এছাড়া দিব্যক এর যাত্রা ও নানান দিক নিয়ে বক্তব্য রাখেন কবি, প্রাবন্ধিক ও লিটলম্যাগ বিন্দু-র সম্পাদক সাম্য রাইয়ানদিব্যক এর নতুন সম্পাদক হিসেবে হোসাইন  মাইকেল এর দায়িত্ব গ্রহণ ও তার অনুভূতি ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

উক্ত অনুষ্ঠানের কিছু আলোকচিত্র–

সুশান্ত বর্মন, সহকারী অধ্যাপক, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, কুড়িগ্রাম।

নেজামুল হক বিলু, সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী  (কুড়িগ্রাম জেলা সংসদ)।

জুলকারনাইন স্বপন, সম্পাদক, শব্দ পরিব্রাজক ও সভাপতি, প্রচ্ছদ, কুড়িগ্রাম।

নাজমুল হোসাইন, সম্পাদক, জলনূপুর।

জাহানুর রহমান খোকন, সাংবাদিক 

সাম্য রাইয়ান, সম্পাদক, বিন্দু ও প্রতিষ্ঠাতা, দিব্যক।

আলোচনা করছেন– হোসাইন মাইকেল, সম্পাদক, দিব্যক।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ