ক্লাউন
ক্লাউনের প্রচ্ছদ আঁকছি...
আমার ভেতরে নেই আমি
কোনও এক খোলসে বন্দী যেন।
চারিদিকে ঘোরে ফেরে আমারই ক্লাউন—
আড্ডা দেয়, ভ্রমণে যায়, খায় দায় ঘুমায়।
ক্লাউন, ক্লাউন, ক্লাউন...
ক্লাউনের প্রচ্ছদ আঁকছি...
খাবারের দিকে
ঘোমটার আড়ালে জ্বলজ্বলে চোখ— আশ্চর্য আগুনের ফুলকি
ঠোঁটের পাপড়ি— রক্তিম স্ট্রবেরি
স্পঞ্জে আবৃত পদ্ম আর কোমল ত্রিভুজ যেনো—
ঝলসানো মাংসের কাবাব।
তারপর সবচেয়ে সুস্বাদু অংশ—
মাখোমাখো মশলায় টেস্টি খাবার!
জিভে জল গড়ায়—
হাত ক্রমশ এগোয় প্লেটের দিকে।
কৃতঘ্ন পাথর
১.
নীরবে কেঁদে কেঁদে তুমি শেষ হয়ে গেলা মা
তবুও আমাদের পাপ থামলো না!
২.
পিতার শরীর পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছি
ঘাম ও রক্তে মিটছে পিপাসা!
৩.
আমি, আমি এবং আমি...
শব্দটি ভীষণ বাজে— কানে ও হৃদয়ে!
৪.
সর্বদাই পৃথিবীর সব সন্তানেরা কৃতঘ্ন পাথর!
0 মন্তব্যসমূহ
অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।