....

কবি ফয়সল অভির সাক্ষাৎকার

ফয়সল অভি। কবি। সম্পাদক লিটলম্যাগ ‘দ্রোহ’। আমরা তাকে কয়েকটি প্রশ্ন পাঠিয়েছিলাম, তিনি উত্তর দিয়েছেন। তাকে ধন্যবাদ।

প্রশ্ন: কবিতা লেখার ভাবনাটি আপনাকে কবে প্রথম আক্রান্ত করে বিষেশত সিরিয়াসলি লেখালিখিটা শুরু হয় কবে এবং কীভাবে?

ফয়সল অভিঃ পরিস্থিতি, আরো গভীরভাবে বললে পৃথিবীকবিতার ভাবনা খুব বেশী আক্রান্ত করে মানুষ অস্তিত্ব বোঝার স্তরে দাঁড়ালে মৃত্যু কিংবা নিশ্বাস কোনটাই যখন পরম গন্তব্যে পৌছনোর সমাধান করা যায় না তখন বাঁচবার আয়ুকাল অর্থাৎ সম্পূর্ণ বেঁচে থাকবার জন্য কবিতার সঙ্গে আমার সঙ্গ নেওয়া হয় মানুষের বেদনা আনন্দ যেভাবে আলো অন্ধকার যাত্রায় পারাপার কালে দরিয়াকে জানাবার জন্য সমস্ত কিছু আমার কাছে স্বাভাবিক মাত্রা রাখে খুব কোমলভাবে রেখে যায় সেখানে সিরিয়াস কিংবা আবেগী সূত্রপাত বলে জীবন থেকে অন্য কোন স্তরের দৃষ্টিভঙ্গি আমার কাছে নেই


প্রশ্ন: আপনি নিজেকে আধুনিক নাকি উত্তর আধুনিক কবি মনে  করেন? অথবা অন্য?

ফয়সল অভিঃ মানুষের প্রত্যেক অস্তিত্বকে আমি কবিতা বলে জানি  আর দর্শন কিংবা চিন্তা, পৃথিবীর মত কোন দিকে যাচ্ছে তার ক্ষেত্র বিস্তার প্রকাশের পরিণতির নতুন নতুন খবর নিয়ে বয়ে যায় সে বিবেচনায় আমি অতীতে ফিরে যাচ্ছি যেখানে জন্মের কথা বয়ান আছে যেখানে সময়ের সৃষ্টি পরিকল্পনা ফসলের জন্মের তো ঋতুর অবস্থান হাত মেলে ধরা যায় সে বিবেচনায় আমার কবিতা কিংবা লেখা গুলো অনেক গুলো কাঠামোতে ফেলা যাবে যেভাবে খুশি কারণ আমার হেঁটে আসা পাথরের ক্ষয় করা ধারালো চকচকে খুনের যাত্রা থেকে ক্ষমতার ক্ষেত্রে বসে থাকা বুদ ঘ্রাণের কামুক পিঁপড়ের সাক্ষাৎ পর্যন্ত আমি কখনও শেষ মানতে রাজি না আরেকটা শুরুর অপেক্ষা আমাকে বারবার খোঁচা দেয় মনে করি দেয় কোথাও নিঃশেষ নেই আছে অনন্ত রূপান্তর

প্রশ্ন: আপনার সাম্প্রতিক কবিতাভাবনা জানতে চাইছি-

ফয়সল অভিঃ সুনিদিষ্ট কোন বিষয় জানতে চাইলে আমার কাছে কোন উত্তর নেই কারণ আমি বেশ বিভ্রান্ত হয়ে পড়ি জীবনকে যাপনের পথে একমাত্র সূর্য বার বার ভিন্ন আলো নিয়ে ফিরে আসার কথা কখনও এক জায়গা থেকে দেখি না আয়ুকালের প্রত্যেক মুহূর্ত উপলদ্ধির কাঁধ বেয়ে সম্পূর্ণ বেঁচে থাকবার স্বাদের আগে প্রত্যেক অতিক্রম অজানা ছিল যত অতীতের খবর জানা যাচ্ছে নিজের নিখোঁজ হওয়ার সম্ভবনা মাথা তুলে দাঁড়াচ্ছে

প্রশ্ন: কবিতা লেখার ক্ষেত্রে আপনার প্রেরণার জায়গা আছে কি?

ফয়সল অভিঃ মানুষ, মৃত্যু, আনন্দ, রক্ত, পূন্য, বেদনা, প্রকৃতি, পাপ, যৌনতা ইত্যাদি সর্বময় আবিষ্কারের গহীন যাত্রায় ধ্বংসের বুকে আবার জন্ম যে আমি

প্রশ্ন: নতুন প্রকাশমাধ্যম ব্লগজিন নিয়ে আপনার ভাবনা-

ফয়সল অভিঃ মানসম্মত কিংবা সেই লক্ষ নিয়ে দৃঢ়তার সাথে যেকোন ম্যাগাজিন সেটা কাগজে কিংবা আন্তর্জালে যে মাধ্যমেই হোক তার আগমনকে সাধুবাদ জানাই এবং সেটা পড়ার জন্য জীবন থেকে অবশ্যই কিছু সময় ব্যয় করি  যেহেতু আন্তর্জালে অনেকটা বিনা খরচে ব্লগজিন প্রকাশের সুযোগ আছে সেক্ষেত্রে মানসম্মত করবার সুযোগ প্রচুর তৈরী হচ্ছে সেই সাথে নতুন লেখক যারা সামনে হাল ধরবে সে রূপ কর্মকাণ্ডের যথেষ্ট প্রশ্রয় আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ