....

এডওয়ার্ড রিয়াজ মাহামুদ-এর কবিতাগুচ্ছ


প্রেমিকের আকুতি

গভীর নয়নে কত সে বেদনা
কত সে সাধনা করি
তোমা হতে আজি লুকায়ে রাখিছি
নিশীথ ভুবনে মরি।

নিশি প্রেমে আজ মগ্ন হৃদয়ে
হৃদয় পিয়াস জাগে
বহিছে বদনে লাবণীশিখা
মোহ-প্রেম অনুরাগে।

দূর আজি চাহে কাছেতে মিশি
ভুলিয়া অযথা বেদন
চাহিছে কহিতে থামাও আজি
তব এ বিরহী রোদন।


নত নয়নে অনিমেষে

যে চোখে স্বপ্ন আছে
তাকে অন্ধ ক’রো না।
যে হৃদয়ে তাপ আছে
তাকে বন্ধ ক’রো না।

যে যেতে চায়, যেতে দাও।
না! কক্ষনো নয়! বৃক্ষ হ’য়ো না।
উড়ে যেতে দাও, যত দূর যায় যাক না।

ভয় নেই।
নদী যেমন ভালোবাসা বিলিয়ে
মিশে গেছে সমুদ্রের মাঝে-
                   তুমি কেন পারবে না!

আকাশ ভালোবাসা দিতে গিয়ে
সীমানায় সীমানায় ছড়িয়ে পড়েছে-
                   তুমি কেন পারবে না!

সহস্র মাইল বেগে ছুটে আসা বাতাসে
যেমনি টিকে রয় বৃক্ষরাজি
তুমি না হয় তেমনি ঠায় দাঁড়িয়ে থেকো
আঁধার রাত্রিতে ভালোবাসার
অতন্দ্র প্রহরীর মতন।


কবিমানস

তুমি রচনা কর জীবনছন্দ ও চিন্তার সম্ভার
ঢেলে দাও রূপ, প্রেম ও ভালোবাসা।
তুমি আঁক মানসপটের নিভৃত পল্লী
কিংবা শহরের রসবোধের ছবির কুয়াশা।

তুমি নির্বাক নয়নে স্বপনের বীজ বপনে মুগ্ধ
তাই তো নাড়া দেয় কবিতার প্রেম।
তুমি কৃপণ তোমার স্বার্থের কাছে
যা দিয়ে গড়েছ পৃথিবীর ফ্রেম।

তুমি সবাইকে বোঝ
কেউ তোমাকে বোঝে না, তুমি নিঃসঙ্গ একা।
তুমি কবি বলে লুকাতে পার না
যত্ন করে লিখে রাখ দুঃখের ছটা।

তুমি কি জান না
তোমার জীবন বড় জটিল!
বহতা নদীর মতো তুমি কখনও সচল
কখনও জগদ্দল পাথরের মতো অচল।

তুমি অমর কবি
মুক্ত বলাকার মতো স্বাধীনতাপ্রিয়।
তুমি পর্বতসম সুউচ্চ শির মহাবীর
নকশী কাঁথায় মোড়া পৌষের সকালের রবি।

তুমি আমার কাব্যের ভাষা
রহস্যের ঘেরাটোপে অস্বচ্ছ দ্বীপ।
অথবা স্থবির জলাশয়
কিংবা কৃষাণীর ঘরের প্রদীপ।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. প্রথমেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কবি বন্ধু মাইকেল রবিন সরকারের কাছে, যার কারণে আমি কবি অনুজ। ধন্যবাদ দিব্যক সুন্দর প্রকাশনার জন্য।

    উত্তরমুছুন
  2. সবগুলো কবিতা দারুণ হইছে বন্ধু। 👌👌

    উত্তরমুছুন

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।