....

হার্ট ক্রেনের একটি কবিতা

মেলভিলের সমাধিতে

প্রায়শ ঢেউয়ের নিচে, এমন প্রশস্ত খাঁজ থেকে
দেখেছেন তিনি ডুবে-মরা মানুষের হাড় তৈরি পাশা
দান করে দৌত্যধর্ম। দেখতে দেখতে তাদের সংখ্যা
আঘাত করে ধুলোমাখা তীরে, অতঃপর ঝাপসা হয়ে যায়।

আর ধ্বংস স্তুপ পার হয়ে যায় ঘন্টাধ্বনি ছাড়া,
মৃত্যুর দানশীল পত্রবৃতি ফিরিয়ে দেয়
ছিন্নভিন্ন অধ্যায়, ক্রুদ্ধ হিয়ারোগ্লিফ,
ঝিনুকের করিডোরে ইঙ্গিতগূঢ় ক্ষত।

তারপর এক বিশাল ঘূর্ণিচক্রের বর্তুল শান্তিতে,
যার বেত্রাঘাত মোহমুগ্ধ এবং শত্র“তাসমেত,
সেখানে ছিল হিমায়িত চোখ যা ওঠায় বেদীকে,
আর নীরব উত্তরমালা হামাগুড়ি দেয় তারকা ছাড়িয়ে।

কম্পাস, কোয়াড্রান্ট, সেক্সট্যান্ট গড়ে তুলবে না
আর কোনো জোয়ার, ময়ূরকন্ঠীনীল জলের গভীরে
শোকগীতি জাগাবেনা নাবিককে আর।
এই খ্যাতনামা ছায়া ধরে রাখে কেবলি সাগর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ