....

ঋষিণ দস্তিদার -এর কবিতা

ভবঘুরে শপ

আমরা সাজিয়ে গুছিয়ে নতুন নিয়ে এসেছি। ক্লান্ত হলেও ভুলে যাইনা, আপনিও মানুষ। মোটেই বেখাপ্পা আচরণ করেন না; সচরাচর পুরনো টুথব্রাশ ফেলে বেছে নেন নির্ভরযোগ্য অন্য কোম্পানি। আপনার রুচি পছন্দ নিয়ে কারো সংশয় নেই; যেমন জনতা টুথপেস্ট শক্ত দাঁত নিয়ে সমাজের অনুভূতিকে সম্মান জানায়। ভবঘুরে শপ পণ্যের ডালি নিয়ে এল আপনার দুয়ারে। আমাদের অভিবাদন নিন।

অনুমতি চাইছি। দেখুন অফারগুলো, যদি তাকাতেন সুউচ্চ ডিল্যুশান চুড়া থেকে, দেখতে পাবেন সব- সাজানো আছে থরে থরে। কোমল সন্ধ্যা, হর্ষ, বিষাদ কী নেই বলুন? সুখ দুঃখের পাশাপাশি মিথ্যার মহত্ত্ব ও উদারতা শুধু এখানেই পাচ্ছেন, হ্রাসকৃত মূল্যে। আপনি কী চান শ্রীমতী?

পছন্দের প্রতিটি জিনিষ যদি বাড়ি নিয়ে যান, তবে মানুষ বলবে, জীবন জানবে সত্য- আপনি বার বার জিতে গেছেন। কেনার আনন্দ আর সাফল্যে ভরে উঠবে মন, কতটুকু রিক্ত শুন্য ছিলেন তা আমরা গোপন রাখবো। বলবো, ঠকেন নি এক চুলও।

আসুন ম্যাম, আমরা অফার করতে এসেছি এখানে। কোমল সন্ধ্যা চেয়ে আছে সকাতরে।।


আশা ২

দূর গ্রহে বেড়িয়ে যারা ফিরল, আমি তাদের কেউ নই। চেনাজানা নেই কি কুশলজিজ্ঞাসা, সৌজন্যমেশা হাসি, তবু আকাশের নীচে শুভার্থী বসে আছি কোলাহলবুকে। গল্প ভেসে আসে, খুনসুটি উল্লাস আর কেউ গেয়ে ওঠে গান, অভিলাষী। অঘ্রাণ শেষ, মহতী পুনর্মিলনী সভায় এস্টেট দূরবীক্ষণ বেছে দিচ্ছে প্লট, নির্ভার; মংগল হোক গ্রাহক সবার।

জানি এ রাত পূর্ণিমার, মানুষের পাশেই আছে উষ্ণ জীবন, আনন্দ আবাহনে মেতে। ছদ্মবেশ ছুঁড়ে ফেলে নশ্বর ভয়হীন, আমি ডুব দেবো সহজ ঝর্ণায়; অমরত্ব তাড়িয়ে নেবো মাঠে, নিয়ত ফেরার হবো সমুদ্রে পাহাড়ে ধুলোর রাখালবেলায়। চাঁদ নিয়ে দিগ্বিজয়ী হতে চাই, সহসা ডানায় উড়বো অসংখ্য ফানুসের দলে- শীতলাগা পাড়ায় রাস্তায়। আশা, তুমি দীপাবলি, কোমলপ্রভ ভরে আছ উঠান জানালা দুয়ার, আদরে মোহে সাজিয়ে রাখছ আড়াল- শান্ত জোছনার। একাকী আতশবাজির প্রাণ পুড়ে যাব সম্মোহিত, ফিরে আসছি ধ্যানে, তোমার আগুনে আবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ