....

সালিকা সেতু'র কবিতা


দ্য শো মাস্ট গো অন 



"মনে মনে নিদ্রাকুসুম তেল আমরা সবাই ভালোবাসি।
শুধু মাঝে মাঝে সময়টাকে জাস্ট উল্টে দিতে ভালোলাগে।
এই যে পাখিটা ডাকছে এতো সাধনা করে,
তারও তো বাসনা হয় তার প্রথম কুহুটা কেউ মনযোগ দিয়ে দেখুক।

পাখিটাকে ভালোবেসে ফেলেছি তাই আজ
এসমস্ত প্রলাপ আমি আর লিখব না।"

চলন্ত ক্যারাভানের জানালা দিয়ে ভোর দেখতে দেখতে
স্টান্টবাজ মেয়েটা তখন এসব ভাবছিল।

সার্কাসের মালিক পাশ ফিরে শুতে শুতে বিড়বিড় করল:

"দ্য শো মাস্ট গো অন"




নির্দিষ্ট পনেরো মিনিটের পর
ক্লান্ত পাপেটিয়ার সুতা বাঁধা
হাতে ফিরে গেল ঘরে।
পরবর্তী পনেরো মিনিটের
স্লট স্টান্টবাজ মেয়েটার।




একেক সন্ধ্যায় টানটান দড়ির উপর
ব্যালেন্স ওয়াকের সময় মেয়েটার
শরীর জেগে উঠে।
রতির তৃষ্ণা হয় ভয়ংকর...

সেই রাতগুলো রিং মাস্টার
আমুদে কাটায় খুব।
চোখ বন্ধ করে মেয়েটা তখনও
হেঁটে যাচ্ছে পাপেটিয়ারের অদৃশ্য
সুতার উপর দিয়ে...

প্রপস্ গুছিয়ে রাখছে জোকারটা।

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।