....

সম্পাদকীয় | জানুয়ারি ২০২১

 



দিব্যক জানুয়ারি ২০২১ (পাণ্ডুলিপি করে আয়োজন... পাণ্ডুলিপিপাঠ) সংখ্যাটির বিলম্ব-প্রকাশ হল। পাঠককে বিলম্ববোধের শুভেচ্ছা জানাই।

আসন্ন বইমেলা '২১ এ প্রকাশিতব্য সাতটি বইয়ের নির্বাচিত টেক্সট নিয়ে দিব্যক, ২০২১ সংখ্যার শিরোনাম— পাণ্ডুলিপি করে আয়োজন... পাণ্ডুলিপিপাঠ। পাঠকের নিবিড় পাঠে সময় ও শ্রম সার্থক হোক।

এ সংখ্যায় নিয়মিত বিভাগগুলোর মধ্যে 'এ মাসের কবি' বিভাগটিকে 'এ সংখ্যার কবি' নামে পরিবর্তন করা হল। আগামী সংখ্যাগুলোতে বিভাগটি এ নামেই প্রকাশ হবে। এ সংখ্যার কবি : শামীম হোসেন।
নিয়মিত বিভাগের লিংকনের কেরিক্যাচার এবং ঋতব্রত'র প্রিয় কবিতারা ইতিবাচক আবেদন তৈরি করেছে, পাঠকের প্রতিক্রিয়া থেকে জানা যায়।
লেখক, পাঠক উভয়পক্ষকে আবারও শুভেচ্ছা জানাই।

পাঠে আর বিলম্ব নয়...

—হোসাইন মাইকেল

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. ভাল লেগেছে, তবে কিছু লেখা মানসম্মত হয়নি৷ সম্পাদক ভবিষ্যতে সতর্ক হতে হবে৷

    উত্তরমুছুন

অস্বাভাবিক মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নয়।